Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

রাজারহাটে বিনামূল্যে কৃষিযন্ত্র ও সার বীজ বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি 

এপ্রিল ৯, ২০২১, ১০:০৫ এএম


রাজারহাটে বিনামূল্যে কৃষিযন্ত্র ও সার বীজ বিতরণ

কুড়িগ্রামের রাজারহাটে বিনামূল্যে কৃষিযন্ত্র ও আঊশ মৌসুমের প্রণোদনা হিসেবে সার বীজ কৃষকের মাঝে বিতরণ করেছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় দশটি রিপার মেশিন (ধান কাটার মেশিন) মৌসুমি প্রণোদনার সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজারজাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, উপজেলা কৃষি অফিসার শম্পা আকতার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকগণ।

এ সময়ে উপজেলা কৃষি অফিসার শম্পা আকতার বলেন, আউশ মৌসুমের প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে বিনা মূল্যে এসব কৃষিসামগ্রী বিতরণের ফলে নিবিড় ফসল উৎপাদনের আওতায় রাজারহাট উপজেলায় প্রায় ২৫ থেকে ৩০ হাজার মেট্রিক টন আউশ চাল উৎপাদন সম্ভব হবে বলে আশা করছি। আর শ্রমিক দিয়ে ধান কাটার চেয়ে রিপার (ধান কাঁটা মেশিন) দিয়ে ধান কাঁটলে খরচ অনেক কম হবে। এতে কৃষকরা লাভবান হবে।

আমারসংবাদ/কেএস