Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মাধবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২১, ১২:২০ পিএম


মাধবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড 

হবিগঞ্জ মাধবপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী।  

শুক্রবার (৯ এপ্রিল) দুপুর  দিকে বাল্যবিবাহ আয়োজন বন্ধ করে দেন মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন জানান, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা গ্রামের ওই ছাত্রীর সঙ্গে এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহের আয়োজন করায় বরের মাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। শেষে বরের পরিবারকে বাল্যবিবাহের কুফর সম্পর্কে বুঝিয়ে আসা হয়েছে। এদিকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মেয়ের মা লিখিতভাবে অঙ্গীকার করেছেন।

আমারসংবাদ/কেএস