Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

লালমনিরহাটে আ.লীগ-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৫

লালমনিরহাট প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২১, ০১:১৫ পিএম


 লালমনিরহাটে আ.লীগ-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৫

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপিত ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্করের বিরুদ্ধে মামলা করাকে কেন্দ্র করে আ'লীগ ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৫জন কর্মী আহত হয়েছেন। 

শনিবার (১০ এপ্রিল) দুপুরে জেলা শহরে আ'লীগ কার্যালয় থেকে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে একটি মিছিল বের হলে বানিয়া পট্টি এলাকায় ছাত্রলীগ সভাপতির পক্ষের গ্রুপ অতর্কিত হামলা চালায়। 

পরে উভয় পক্ষের মধ্যে চলে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। 

পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ উপস্থিত হলে উভয় পক্ষের সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে পরেন। শহর জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। 

যেকোন সময় উভয় গ্রুপের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটার আশঙ্কায় মোতোয়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

এই ব্যপারে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল জানান, বর্তমানে শহরের পরিস্থিতি ও দু'গ্রুপের মধ্যে চলা দফায় দফায় সংঘর্ষ বন্ধ করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।

আমারসংবাদ/এআই