Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

গাইবান্ধায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি স্থাপনের দাবি

এপ্রিল ১০, ২০২১, ০৩:০০ পিএম


গাইবান্ধায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি স্থাপনের দাবি

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইসটি)। দেশে প্রায় ১৩ টি সরকারি  চিকিৎসা শিক্ষায় ডিপ্লোমা প্রতিষ্ঠান রয়েছে। 

গাইবান্ধা উত্তরবঙ্গের একটি অবহেলিত জেলা। এ জেলায় নেই কোনো সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, এমনকি নেই কোন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইসটি)। 

এই জেলায় দারিদ্র্যের হার বেশি। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত গাইবান্ধার চরাঞ্চলের বেশির ভাগ মানুষ। সরকার বিভিন্ন জেলায় মেডিকেলের পাশাপাশি  আইএইসটি স্থাপন করছে। 

এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে সেবা দিয়ে যাচ্ছে অনেকে। অনেকে আইএইসটিতে পড়াশোনা করে গ্রামে গিয়ে মৌলিক চাহিদা চিকিৎসা সেবা নিশ্চিত করছে। 

আইএইসটিকে বলা হয় গ্রামীণ মেডিকেল কলেজ। কারণ আইএইসটি থেকে পাশ করে গ্রামে গিয়ে চিকিৎসা দিচ্ছে। 

দরিদ্র মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গাইবান্ধায় একটি সরকারি আইএইসটি স্থাপন করা অতিব জরুরি। 

অবহেলিত গাইবান্ধাকে এগিয়ে নিতে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে, এই মুজিব বর্ষেই গাইবান্ধায় একটি সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানিয়েছে গাইবান্ধাবাসী। 

আমারসংবাদ/এআই