Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

দৌলতখানে পানি সরানো নিয়ে স্কুলছাত্রীকে লাঞ্ছিত

কাজী জামাল, দৌলতখান (ভোলা)

এপ্রিল ১১, ২০২১, ০৮:৩৫ এএম


 দৌলতখানে পানি সরানো নিয়ে স্কুলছাত্রীকে লাঞ্ছিত

ভোলার দৌলতখানে টিউবওয়েলের পানি সরানোকে কেন্দ্র করে নবম শ্রেণীর এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে রুহল আমিন মিঝি ও তার ছেলে মাইনুউদ্দিনের বিরুদ্ধে।

ওই ছাত্রী দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদার উল্যাহ গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের নুর সোলেমানের মেয়ে। 

ঘটনাটি ঘটে গেলো শুক্রবার চরখলিফা ইউনিয়নের দিদার উল্যাহ গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের নুর সোলাইমানের বাড়ীতে।

ভুক্তভোগী স্কুল পড়ুয়া ছাত্রী ও তার বাবা নুর সোলাইমান জানান, ‘শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাদের টিউবওয়েলের পানি সরানোর (পাইভের) মুখে পাথর ও নারিকেলের ছোলা দিয়ে পানি সরানোর পথ বন্ধ করে দেয় অভিযুক্ত রুহল আমিন মিঝি। 

বিষয়টি অভিযুক্তদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করলে তারা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীদের অকত্য ভাষায় গালমন্দ করনে। এসময় তার স্কুল পড়ুয়া মেয়ে সুমাইয়া ও জুবাইয়া অকত্য ভাষার প্রতিবাদ করলে তাদেকে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত রুহল আমিন মিঝি অশ্লীন ভাষায় গালমন্দ করনে। 

এদিকে সাংবাদিকরা সরেজমিনে গেলে অভিযুক্ত রুহল আমিন পালিয়ে যান। এ ঘটনায় দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।

মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, এ বিষয় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমারসংবাদ/এআই