Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

ধানের সাথে এ কেমন শত্রুতা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

এপ্রিল ১১, ২০২১, ০৯:১০ এএম


ধানের সাথে এ কেমন শত্রুতা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পাঠক পাড়া গ্রামে ১একর জমিতে প্রতিপক্ষরা শত্রুতা করে ঘাসমারা বিষ দিয়ে ধানক্ষেত পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিবাগত রাতে। 

শিবনগর ইউপির পাঠকপাড়া গ্রামের মৃত জংলু কান্ত দাসের পুত্র শ্রী লক্ষী কান্ত দাস শিবনগর ইউপির বজরুর সমসের নগর গ্রামের ডাঃ মোঃ ফরহাদ এর নিকট থেকে ১ বছরের জন্য চুকানি নেন উক্ত জমি। সেই জমিতে লক্ষী কান্ত দাস ধারদেনা করে জমিতে ইরিবোর ধান লাগিয়েছিলেন। জমিতে ইরিবোর ধানের বামপার ফলন হয়। সেই মুহুর্তে প্রতিপক্ষরা শত্রুতা বসত তারা গত শনিবার গভীর রাতে যে কোন সময় ঘাসমারা বিষ দিয়ে ধানক্ষেত পুড়িয়ে দেন। এতে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। 

এই ঘটনায় শ্রী লক্ষী কান্ত দাস জানান, আমি এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন দিব এবং থানা অভিযোগ করব। শ্রী লক্ষী কান্ত দাস এই ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

আমারসংবাদ/কেএস