Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর প্রতীক রেজাউল হকের দাফন সম্পন্ন

বাইজীদ হোসেন, টুঙ্গিপাড়া

এপ্রিল ১১, ২০২১, ১০:১৫ এএম


টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর প্রতীক রেজাউল হকের দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনারারি ক্যাপ্টেন বীর প্রতীক মোঃ রেজাউল হকের (৭৮) দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (১১ এপ্রিল) বাদ জোহর মরহুমের নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসুড়িয়া গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিমের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কে তার নিজ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

উল্লেখ্য, মোঃ রেজাউল হক বীর প্রতীক বার্ধক্য জনিত কারণে গতকাল ১০ এপ্রিল শনিবার রাত সাড়ে ১১ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক বীর প্রতীক মৃত্যুকালে দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আমারসংবাদ/কেএস