Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

মাধবপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

এপ্রিল ১১, ২০২১, ১২:২০ পিএম


মাধবপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

হবিগঞ্জের মাধবপুরের গোবিন্দপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।  

শনিবার (১০ এপ্রিল) গভীর রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে আব্দুল মতিনের পুত্র ওসমান মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে।

বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ ছিল। 

মাছগুলো বাজারে বিক্রির উপযোগী ছিল। শনিবার রাতে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।  

রোববার (১১ এপ্রিল) সকালে আশে পাশের লোকজন পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখেন।

ওসমান মিয়া সাংবাদিকদের জানান, একই দিন রাতে আমার বসত ঘরে চুরি হয়। চুরেরা গভীর রাতে আমার বসত ঘরে প্রবেশ করে নগদ টাকা,স্বর্ণসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় এবং ঘরের থাকা মালামাল ভাংচুর করে । চুরেরা চলে যাওয়ার পথে আমার বাড়ির উঠানে বনগাছে আগুন দিয়ে যায়।

ওসমান মিয়া আরও জানান, এ ঘটনায় আমার স্ত্রী মিনা বেগম আহত হয়ে মাধবপুর সদর হাসপাতালে চিকিৎসাদিন রয়েছেন।

ওসমান মিয়ার স্ত্রী আহত মিনা বেগম জানান, আমি চুরিতে বাধা দিলে হাতে আগুন ধরিয়ে দেয় তারা। আগুনে আমার হাতের আঙ্গুলে কয়েকটি স্থানে ক্ষতের সৃষ্টি হয়ে গেছে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশীষ তালুকদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আমারসংবাদ/এআই