Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

নলছিটিতে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন শাবাব ফাউন্ডেশন

আরিফুর রহমান, নলছিটি (ঝালকাঠি)

এপ্রিল ১১, ২০২১, ০১:৫৫ পিএম


নলছিটিতে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন শাবাব ফাউন্ডেশন

ঝালকাঠির নলছিটিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া মানুষদের দাফনের দায়িত্ব নিয়ে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন শাবাব ফাউন্ডেশন। 

রোববার (১১ এপ্রিল) সকালে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মমিন উদ্দিন খলিফা করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। খবর পেয়ে তার জানাজা ও দাফনের ব্যবস্থা করতে ওই বাড়িতে ছুটে যান শাবাব ফাউন্ডেশনের সদস্যরা। নিহত ব্যক্তির গোসল দেয়াসহ কবরস্থানে দাফন সম্পন্ন করেন তারা।

শাবাব ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক এফ এইচ রিভান আমার সংবাদকে জানান, এটা আমাদের ১৭তম কাজ। আমরা উজেলায় করোনা বিস্তারের আগেই ঘোষণা দিয়েছিলাম করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তিদের দাফনের দায়িত্ব আমাদের ফাউন্ডেশন থেকে নিবো। 

আমাদেরকে জানানো হলে আমরা মরদেহ গোসল করিয়ে জানাজা পড়ি। এরপর কবরস্থানে দাফন সম্পন্ন করি। আমরা এ মানবিক কাজ সম্পূর্ণ বিনামূল্যে করে থাকি, আমাদের যা খরচ হয় আমরা নিজেরাই বহন করি। 

তিনি আরও বলেন, আমরা প্রশাসনের অনুমতিক্রমে নিহতের দাফন সম্পন্ন করি। আমরা এই কার্যক্রম নিয়মিত চালিয়ে যেতে চাই।

আমারসংবাদ/এআই