Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

নলছিটিতে ইফতার সামগ্রী বিতরণ

আরিফুর রহমান, নলছিটি

এপ্রিল ১২, ২০২১, ০৮:২০ এএম


নলছিটিতে ইফতার সামগ্রী বিতরণ

করোনা ভাইরাস কোভিড -১৯ দ্বিতীয় ঢেউতে চলছে লকডাউন। এসময় কর্মহীন মানুষের কষ্টের সীমা থাকে না। আসন্ন রমজানকে সামনে রেখে কর্মহীন অসহায় মানুষের কিছুটা কষ্ট লাঘব করতে ইফতার সামগ্রী বিতরণ করেছে অরাজনৈতিক অলাভজনক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশন।  
   
সোমবার (১২ এপ্রিল) সকালে নলছিটি থানা চত্বরে এই কার্যক্রম উদ্বোধন করেন থানা অফিসার ইনচার্জ আলী আহমেদ।

এরপর সংগঠনের যুগ্ম আহবায়ক মিলন কান্তি দাস, সদস্য সচিব ইঞ্জিনিয়ার গোলাম মাওলা শান্তর নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে বাড়ি বাড়ি গিয়ে প্রায় অর্ধশতাধিক অসহায় দরিদ্রদের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দেন সংগঠনের নেতাকর্মীরা।
 
সংগঠনের আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসেন জানান, প্রতিবছরের ন্যায় এবছরও অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছি।

আমরা পৌরসভা থেকে বিতরণ কার্যক্রম শুরু করেছি। এরপর প্রত্যেক ইউনিয়নে স্বাস্থ্য বিধি মেনে অসহায়দের বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।    

আমারসংবাদ/এআই