Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

নলছিটিতে করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ মাছ বাজার

নলছিটি প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২১, ১১:০০ এএম


নলছিটিতে করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ মাছ বাজার

ঝালকাঠির নলছিটিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাজারে যাওয়া নিরুৎসাহিত করতে ভ্রাম্যমাণ মাছ বাজার চালু করা হয়েছে। 

সোমবার (১২ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ মৎস্য বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি উপস্থিত ছিলেন।   

উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের জানান, মাছ ক্রয়ের জন্য ক্রেতাদের বাজারে যেতে হয় ফলে বিপুল লোকের সমাগম ঘটে। বর্তমান পরিস্থিতিতে জনসমাগম আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। 

এ ধরনের বাজার কিছুটা হলেও মানুষের উপকার করবে এবং করোনা সংক্রমণ রোধে ভূমিকা রাখবে। প্রতিদিন ভ্যানগাড়িতে করে উপজেলার বিভিন্নস্থানে গিয়ে ন্যায্যমূল্যে খুচরা বিক্রি করা হবে। 

সাধারণ ক্রেতারা জানান, এই ধরনের ভ্রাম্যমাণ বাজার আরও বাড়ানো উচিত। তাহলে মাছ ক্রয় করার জন্য কাউকে ঘর থেকে বের হয়ে বাজারে যেতে হবে না। 

আমারসংবাদ/এআই