Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

গোপালগঞ্জ জেলা প্রশাসনের মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২১, ১১:২০ এএম


গোপালগঞ্জ জেলা প্রশাসনের মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন

করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এক লাখ মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১২ এপ্রিল) সকাল ১০ টায় জেলা শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা কর্মসূচির উদ্বোধন করেন এবং তিনি নিজেই মাস্কবিহীন মানুষের মাস্ক পরিয়ে দেন। একই সময় জেলার ৫ উপজেলার ৬৭ ইউনিয়ন ও ৪ পৌরসভা একযোগে এই মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করা হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও মাস্ক বিতরণে সাহায্যকারী রোভার স্কাউটস ও বিডি-ক্লিনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে বেলা ১১ টায় শহরে ৫ হাজার মানুষের মধ্যে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে করোনা সুরক্ষা সামগ্রী ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে শহরে ব্যাপক ভাবে মাইকিং করা হয়। 

আমারসংবাদ/কেএস