Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

আগুনে দগ্ধ একজনের মৃত্যু

নারায়নগঞ্জ সদর প্রতিনিধি 

এপ্রিল ১২, ২০২১, ০১:৫৫ পিএম


আগুনে দগ্ধ একজনের মৃত্যু

নারায়নগঞ্জ শহরের পেসিডেন্ট রোডে জিএম গার্ডেন নামে একটি বহুতল ভবনের আট তলায় কমিউনিটি সেন্টারের আদলে একটি কক্ষে জমে থাকা গ্যাসের লিকেজ থেকে বিষ্ফোরণের ঘটনায় আগুনে দগ্ধ নৈশ প্রহরী উজ্জল মারা গেছে। 

সোমবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের বার্নইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউডে চিকিৎসাধীন অবস্হায় তার মৃত্যু হয়। 

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দুপুরে আগুনে দগ্ধ উজ্জল নামে এক ব্যক্তি মারা যায়। তবে আরেকজনের অবস্হা আশংক্ষাজনক। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জিএম গার্ডেনের আট তলায় একটি কমিউনিটি সেন্টার ছিল। সেন্টারটির একটি কক্ষে গ্যাসের লাইনে শ্রুটি ছিল। গ্যাসের শ্রুটি ঠিক করে এক মিস্ত্রী ও নৈশ প্রহরী নিচে নেমে পুনরায় সিগারেট নিয়ে কক্ষে প্রবেশ করলে একটি বিকট শব্দ হয়। পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আমারসংবাদ/কেএস