Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

লোহাগাড়ায় তরমুজ বিক্রির ধুম

আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া (চট্টগ্রাম)

এপ্রিল ১৩, ২০২১, ০৯:৪০ এএম


লোহাগাড়ায় তরমুজ বিক্রির ধুম

চট্টগ্রামের লোহাগাড়ায় বাজারগুলোতে সুমিষ্ট রসালো ফল তরমুজ বিক্রির ধুম পড়েছে। তীব্র গরমে মানুষ হাঁসফাঁস অবস্থায় নিজেকে সতেজ ও ঝরঝরে রাখতে ছুটে যাচ্ছেন তরমুজের দোকানে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) উপজেলার কয়েকটি বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রত্যেকটি বাজারে ভরপুর হয়ে উঠেছে সুমিষ্ট রসালো ফল তরমুজ।এরমধ্যে স্থায়ী দোকানদার ছাড়াও বেশীরভাগই রাস্তার ধারে মৌসুমি ব্যবসায়ীরা বসেছেন। এসব দোকানে ভীড় জমাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা তাদের নিজেদের পছন্দ মাফিক বিভিন্ন আকারের তরমুজ কিনছেন।

ক্রেতা আবু তাহের বলেন, এবছর তরমুজের দাম একটু বেশি। তারপরও মৌসুমি ফলের প্রতি মানুষের আগ্রহ বেশি।

একাধিক ব্যবসায়ী বলেন, গত কয়েকদিন ধরে তীব্র গরমে মানুষ অস্থির হয়ে পড়েছে। মানুষ নিজেকে সতেজ ও ঝরঝরে রাখতে ছুটে আসছেন তরমুজের দোকানে। এখন বেচাবিক্রি হচ্ছে ভালো। 

তারা আরও বলেন, প্রতিটি তরমুজ আকারভেদে ৫০ টাকা থেকে শুরু হয়ে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 

আমারসংবাদ/কেএস