Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

লালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২১, ০৯:৫৫ এএম


লালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নাটোরের লালপুর উপজেলার ৫শ জন ক্ষুদ্র ও প্রান্তিক ধান চাষীদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ -১ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।

প্রতিজন কৃষককে এক বিঘা জমির জন্য ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তারের সভাপতিত্বে লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করেন।

এ সময় লালপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/কেএস