Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ফরিদপুরে চোর সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে অজ্ঞাত যুবক নিহত 

ফরিদপুর প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২১, ১০:৪০ এএম


ফরিদপুরে চোর সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে অজ্ঞাত যুবক নিহত 

চোর সন্দেহে গণপিটুনিতে ফরিদপুর সদরে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১২ এপ্রিল) দিবাগত পোনে তিনটার দিকে উপজেলা সদরের গেরদা ইউনিয়নের পশরা গ্রামে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানায়, ওই এলাকায় খাবারের মধ্যে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেওয়া হয়। তা খেয়ে বাড়ির মানুষ ঘুমিয়ে পড়ার সুবাদে চুরির ঘটনা ঘটে আসছিল বেশ কিছুদিন ধরে। সোমবার ওই এলাকার দিলীপ বিশ্বাস ও তার ভাই আনন্দ বিশ্বাসের বাড়িতে হলুদের গুঁড়ার সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয় দুস্কৃতকারীরা। রাত দেড়টার দিকে বাড়ির লোকজন দরজায় টোকার শব্দ শুনে চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে আসে। ওই সময় পলায়নরত দুই-তিন ব্যক্তির মধ্যে একজনকে আটক করে গণপিটুনি দেয় গ্রামের মানুষ।

রাত আড়াইটার দিকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, নিহত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩১ বছর। তার আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে, তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি তদন্তে পুলিশের আপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দলও কাজ করছে।

আমারসংবাদ/কেএস