Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

বোয়ালমারীতে মঙ্গলবার রোজা রেখেছেন ১০ গ্রামের বাসিন্দা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২১, ১১:২০ এএম


বোয়ালমারীতে মঙ্গলবার রোজা রেখেছেন ১০ গ্রামের বাসিন্দা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ গ্রামের বাসিন্দা সৌদি আরবের সাথে মিল রেখে মঙ্গলবার (১৩ এপ্রিল) পবিত্র রোজা পালন শুরু করেছেন। এ ১০ গ্রামের বাসিন্দারা সোমবার (১২ এপ্রিল) উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের ১০ গ্রামের কয়েক হাজার মানুষ সোমবার এশার নামাজ শেষে করে তারাবির নামাজ আদায় করেন। ভোররাতে সাহারি খেয়ে পবিত্র রোজা রাখা শুরু করেন। 

জানা যায়, এই ১০ গ্রামের মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে রোজা পালন করে আসছে। দীর্ঘদিন ধরে এসব এলাকার বহু মানুষ চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল শরীফের অনুসারী হিসেবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন করেন। সৌদি আরবের সাথে মিল রেখে তারা ঈদও উদযাপন করেন একদিন আগে থেকে।

শেখর ইউনিয়নের বাসিন্দা, ফরিদপুর জেলা পরিষদের সদস্য, উপজেলা আ.লীগের সহসভাপতি মো. আবুল কালাম আজাদ বলেন, শেখর ও পার্শ্ববর্তী রুপাপাত ইউনিয়নের ১০ গ্রামের কয়েক হাজার মানুষ সোমবার ভোররাত থেকে সাহারি খেয়ে রোজা রাখা শুরু করেছেন। এ ১০ গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করেন। 

আমারসংবাদ/কেএস