Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

মাধবপুরে লকডাউন অমান্য করায় জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ১৪, ২০২১, ০৯:২০ এএম


মাধবপুরে লকডাউন অমান্য করায় জরিমানা

হবিগঞ্জ মাধবপুরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের নেতৃত্বে লকডাউন কার্যকর করা ও স্বাস্থ্য বিধি না মেনে সরকারি বিধি নিষেধ অমান্য করে মুখে মাস্ক না পরে ঘর থেকে বের হয়ে রাস্তায় অবাধে ঘোরাফিরা করার অপরাধে ২৭০০ টাকা জরিমানা করা হয়। 

বুধবার (১৪ এপ্রিল) সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪জন পথচারীকে মাস্ক না পড়ার ও সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার মোবাইল কোর্টে ৫টি মামলায় ২৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্টে সর্বাত্মক সহযোগিতা করেন মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক ও ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম নেতৃত্বে থানার বিপুল সংখ্যক পুলিশ। 

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা জানান  দেশে মহামারি করোনা ভাইরাসের হাত থেকে জনসাধারণের সুরক্ষার জন্য এই অভিযান পরিচালনা করেন। এ অভিযান অভ্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। 

উল্লেখ্য, তিনি করোনা ভাইরাসের শুরু থেকে জনসাধারণকে বিভিন্ন ভাবে জনসচেতনতার মাধ্যমে বিভিন্ন মহলে সুনাম অর্জন করে যাচ্ছেন।

আমারসংবাদ/কেএস