Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

লকডাউন: ফেনীতে কঠোর অবস্থানে পুলিশ

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

এপ্রিল ১৪, ২০২১, ১০:১০ এএম


লকডাউন: ফেনীতে কঠোর অবস্থানে পুলিশ

ফেনীতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলছে প্রথম দিনের লকডাউন। লকডাউন নিশ্চিত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে শহরের ট্রাংক রোড, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, কলেজ রোডসহ গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান করছে পুলিশ সদস্যরা। প্রতিটি সড়কে কঠোর অবস্থানে রয়েছে তারা। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলে তাকে ফিরিয়ে দেয়া হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, লকডাউনের প্রথম দিনে শহরের মার্কেট ও বিপণী বিতানগুলো বন্ধ রয়েছে। ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল দোকান বন্ধ। 

এদিকে শহরে স্বল্প সংখ্যক রিকশা ও অটোরিক্সা চলাচল করতে দেখা গেলেও দূর পাল্লার সকল যানবাহন বন্ধ রয়েছে।

ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী এক সপ্তাহ কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে পুলিশ কাজ করে যাবে।

আমারসংবাদ/কেএস