Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

লকডাউন নিয়ন্ত্রণে ২০ জন ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে: ডিসি

নারায়নগঞ্জ সদর প্রতিনিধি 

এপ্রিল ১৪, ২০২১, ০১:৫৫ পিএম


লকডাউন নিয়ন্ত্রণে ২০ জন ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে: ডিসি

লকডাউনে মানুষকে ঘরে রাখার পাশাপাশি, যানবাহন চলাচল,বাজার মনিটরিং ও মার্কেট গুলো বন্ধ রাখতে মাঠ পর্যায়ে কাজ করছে ইউএনও, এসিল্যান্ডসহ জেলা প্রশাসনের ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

বুধবার (১৪ এপ্রিল) বিকালে এ তথ্য নিশ্চিত করেন নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এ সময় সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক লকডাউন চলাকালীন সময়ে সরকারের সকল নির্দেশ মেনে চলার অনুরোধ জানান। এই করোনাভাইরাস মহামারি ঠেকাতে সরকারের পক্ষে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন। লকডাউন কার্যকর করতে সরকারের ১৩ দফা বিধি নিষেধে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ব্যতীত ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রবাদি কেনা, চিকিৎসা সেবা, মরাদেহ দাফন ও সৎকার এবং টিকা কার্ড নিয়ে টিকার জন্য যাওয়া) কোন ভাবেই বাড়ির বাহিরে বের হওয়া যাবে না। 

এ সময় মোস্তাইন বিল্লাল বলেন, লকডাউনের বর্তমান পরিস্হিতি নিয়ন্ত্রণে সকালে দশজন ও বিকালে দশজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। এছাড়াও প্রতিটি ইউনিয়নে ইউএনও ও এডিল্যান্ডরা কাজ করছেন। বাজার মনিটরিং ও যানবাহন যেন না চলতে পারে সেসব বিষয়ে কাজ করছেন তারা।

আমারসংবাদ/কেএস