Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

রাজারহাটে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩০ লক্ষাধিক

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২১, ১১:১৫ এএম


 রাজারহাটে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩০ লক্ষাধিক

কুড়িগ্রামের রাজারহাটের একটি বাড়িতে আগুন লেগে সেখানে বসবাস করা চারটি পরিবারের সমস্ত কিছু পুড়ে গেছে। পরে কুড়িগ্রাম সদরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) প্রথম প্রহরে রাত ১২ টার দিকে রাজারহাটের উমর মজিদ ইউনিয়নের পূর্ব বালাকান্দি সবুজপাড়া এলাকার আব্দুল গণি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

এতে এক রাতেই আগুনে পুরে চারটি পরিবারের ১৩ জন সদস্য খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষাধিক টাকা বলছে পরিবারের সদস্যরা।

বাড়ির মালিক আব্দুল গণি মিয়া (৬২) সহ তার তিন ছেলে মোস্তাফিজুর রহমান (৪০), মোজাফফর রহমান (৩৭) ও মিনহাজুল ইসলাম (৩২) সহ মোট চারটি পরিবার সেই বাড়ির ৭টি কক্ষে বসবাস করতেন।

আব্দুল গণি মিয়া জানান, রাত ১২ টার দিকে তারা রান্নাঘরে আগুন দেখতে পায়। রান্নাঘরে পাটকাঠি ও খড়ি থাকায় আগুনের ভয়াবহতার কারনে তারা কিছু বুঝে ওঠার আগেই পাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে যায়। 

আগুনের ভয়াবহতায় পুড়ে যায় ৪টি গরু, ৭টি ছাগল, ফ্রিজ, আসবাব, হাড়ি পাতিল, জামা কাপড়, জমানো নগদ ৫০ হাজার টাকা, ধান-চাউল সহ ৭টা কক্ষের প্রায় সবকিছু।

অপরদিকে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে দেরি করে পৌঁছানোর অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে গণি মিয়া বলেন, ১২ টার দিকে আগুন লাগে। এরপরপরই ৯৯৯ এ খবর দেয়া হলেও ফায়ার সার্ভিস পৌঁছাতে দেরি করে। ততক্ষণে কিছুই অবশিষ্ট ছিলো না।

আমারসংবাদ/এআই