Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২১, ১১:৩০ এএম


চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু 

চাটমোহরে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল শিশু স্কুলছাত্র আতিকুল ইসলাম সজীব (১১) এর। 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কৈনুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব ওই গ্রামের মজিদ হোসেনের ছেলে। তিন বোন দুই ভায়ের মধ্যে সবার ছোট সজিব। সে কৈনুড়া সরকারি প্রাথমিক বিদ্যালযরে পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে বাড়ির পার্শ্ববর্তী মাঠে ঘুড়ি ওড়াতে যায় আতিকুল। কিছুক্ষণ পর সুতা ছিড়ে পাশের গাছে পড়লে গাছ থেকে ঘুড়ি পারতে যায় সে। গাছের পাশেই বিদ্যুতের লাইনের তার থাকায় গাছের ডাল টি তারের উপর গিয়ে পড়লে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে এলাকাবাসী গিয়ে নিহত মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এটা মর্মান্তিক দুর্ঘটনা। এই সময়ে শিশুদের ওপর নজর রাখতে অভিভাবকদের আহবান জানান তিনি।

আমারসংবাদ/কেএস