Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

মাধবপুরে লকডাউন নিশ্চিতকরণে দ্বিতীয় দিনে উপজেলা প্রশাসনের অভিযান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২১, ১১:৩৫ এএম


মাধবপুরে লকডাউন নিশ্চিতকরণে দ্বিতীয় দিনে উপজেলা প্রশাসনের অভিযান

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন নিশ্চিতকরণে দ্বিতীয় দিনে হবিগঞ্জের মাধবপুরে মোবাইল কোর্টের অভিযানে ১৩টি মামলায় ২ হাজার ৮৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবপুর পৌরশহরসহ উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা। মাধবপুর থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করেছেন।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন নিশ্চিতকরণে এবং স্বাস্থ্য বিধি না মানায় উপজেলা প্রশাসন কঠোর ভূমিকায় রয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমারসংবাদ/কেএস