Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

নলছিটিতে সরকারি নির্দেশনা অমান্য করায় ৭ জনকে জরিমানা

নলছিটি প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২১, ১২:০৫ পিএম


নলছিটিতে সরকারি নির্দেশনা অমান্য করায় ৭ জনকে জরিমানা

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করায় ঝালকাঠির নলছিটিতে ৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো.সাখাওয়াত হোসেন।   

সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ১ ব্যবসায়ী ও অযথা বাইরে ঘোরাফেরা করার দায়ে ৬ জনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) মো.সাখাওয়াত হোসেন বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সরকার লকডাউন ঘোষণা করেছে। সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখা ও অকারণে ঘোরাফেরার জন্য তাদের জারিমানা করা হয়।

এসময় তিনি করোনাভাইরাস প্রতিরোধে সকলকে সরকারের নির্দেশ মেনে চলার আহ্বান জানান।

আমারসংবাদ/এআই