Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ভোলাগঞ্জ রোপওয়ে এলাকায় পাথর শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২১, ০১:৫৫ পিএম


ভোলাগঞ্জ রোপওয়ে এলাকায় পাথর শ্রমিকের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে এলাকার রেলওয়ে বাংকারে সরকারি জায়গায় পাথর উত্তোলন করতে গিয়ে কালবৈশাখির কবলে পড়ে জহিরুল ইসলাম (১৭) নামে এক শ্রমিকের  মৃত্যু ঘটেছে। 

নিহত জহিরুল ইসলাম সিলেটের জালালাবাদ থানার মানসিনগর গ্রামের মৃত ইউনূস আলীর ছেলে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাগঞ্জের রেলওয়ের বাংকার থেকে পাথর খেকো একটি চক্র দীর্ঘদিন থেকে  অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছে। তাদের নির্দেশে পাথর উত্তোলন করতে গিয়ে বৃহস্পতিবার ভোরে কালবৈশাখির কবলে পড়ে জহিরুল ইসলাম নামের ওই কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি  কে.এম. নজরুল জানান, ভোলাগঞ্জের রেলওয়ের বাংকার এলাকার বিভিন্ন গর্তে থাকা বালুর ভেতর থেকে কিছু শ্রমিক চিপ পাথর উত্তোলন করে। ভোরে এভাবেই জহিরুল ইসলাম নামের ওই শ্রমিক পাথর উত্তোলন করতে গিয়ে কালবৈশাখির কবলে পড়ে মৃত্যুরবরণ করে। মরদেহটির ময়না তদন্তের জন্য সিলেট  ওসমানী মেডিকেল  হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আমারসংবাদ/কেএস