Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

নলছিটিতে লকডাউনে তৎপর প্রশাসন

আরিফুর রহমান, নলছিটি

এপ্রিল ১৬, ২০২১, ০৮:৫৫ এএম


নলছিটিতে লকডাউনে তৎপর প্রশাসন

করোনা সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিন থেকে শুরু করে নলছিটি উপজেলায় তৎপর রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। লকডাউনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলায় মহড়া, সচেতনমূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে।  

গেল কয়েকদিন ঢিলেঢালা লকডাউনে সব কিছুই ছিল অনেকটা স্বাভাবিক। এখন সর্বাত্মক লকডাউন ঘোষণার পর গত বুধবার থেকে কঠোর অবস্থানে প্রশাসন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রথম ও দ্বিতীয় দিনে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ১৮ জনকে ৬ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, লকডাউন মেনে চলার জন্য আমরা মাঠে থেকে কাজ করে যাচ্ছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। 

সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন জানান, আমরা জনগণের ভালোর জন্যই কঠোর হয়েছি। যারা প্রয়োজন ছাড়া অহেতুক ঘোরাঘুরি করে তাদেরকে জরিমানা করা হয়। করোনাভাইরাস প্রতিরোধে সকলকে সরকারের নির্দেশ মেনে চলার আহ্বান জানান তিনি।  

আমারসংবাদ/কেএস