Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

সরাইলে কঠোর লকডাউনের ৩য় দিনে ঢিলাঢালা ভাব

নারায়ন চক্রবর্ত্তী, সরাইল

এপ্রিল ১৬, ২০২১, ০১:৩৫ পিএম


সরাইলে কঠোর লকডাউনের ৩য় দিনে ঢিলাঢালা ভাব

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা এলাকার চিত্র সর্বাত্মক কঠোর লকডাউনের প্রথমদিন যতটা কড়াকড়ি ছিল তা ২য় এবং ৩য় দিনে অনেকটাই ঢিলেঢালা ভাব নিয়েছে। 

প্রথমদিনের তুলনায় গতকাল এবং আজকের দিনে রিক্সা, সিএনজি চলাচল ছিল চোখে পড়ার মতো। যদিও খাঁটিহাতা হাইওয়ে পুলিশ সরাইল কুট্টাপাড়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক ও সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কের মাঝে বেঞ্চ পেতে প্রতিবন্ধকতা তৈরি করে রিকশা সিএনজি  আটকিয়ে কারন জানতে দেখা গেছে। কিন্তু এত রিকশা আর সিএনজি রাস্তায় বের হয়ে পড়েছে তা প্রায় স্বাভাবিক অন্য দিনের মতই মনে হয়। মানুষের মধ্যে উদাসিনতা দেখা যাচ্ছে। 

প্রথমদিন বিকালে ঢাকা সিলেট মহাসড়কে কুট্টাপাড়া এলাকায় অল্প সংখ্যক গাড়ি চোখে পড়লেও, আজ ৩য় দিনে এসে সেই চিত্র পুরাই বদলে গেছে, চলছে বেটারি চালিত রিকশা, সিএনজি, ভ্যানসহ যাত্রীবাহী বিভিন্ন যান। পুলিশ আটকিয়ে জিঞ্জেসা করলেই দিচ্ছে নানা অযুহাত, যদিও বাংলাদেশ পুলিশের প্রধান বলেছিলেন জরুরী প্রয়োজনে ঘর থেকে বেরুলেই দেখাতে হবে মুভমেন্ট পাস। এখানে মুভমেন্ট পাসের তোয়াক্কা করছেন না কেউই।

আমারসংবাদ/কেএস