Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

মেহেরপুরে স্বল্প পরিসরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

মেহেরপুর প্রতিনিধি

এপ্রিল ১৭, ২০২১, ১১:০৫ এএম


মেহেরপুরে স্বল্প পরিসরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

 

মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস স্বল্প পরিসরে পালিত হয়েছে। 

শনিবার (১৭ এপ্রিল) সকাল পৌনে ছয়টায় মুজিবনগর স্মৃতিসৌধ পাদদেশে মেহেরপুর জেলা প্রশাসক ডঃ মুনসুর আলম খান জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের সূচনা করা হয়। 

পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

সকাল ১০ টায় জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-১ আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনএমপি মুজিবনগর স্মৃতিসৌধে পুস্প মাল্য অর্পণ করেন। 

এরপর স্বাস্থ্যবিধি মেনে মেহেরপুর পলিশ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পণ করে  শ্রদ্ধা নিবেদন করেন। 

এসময় মেহেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোহাম্মদ মোজাহেদুল, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, মেহেরপুর জেলা প্ররিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রগহমান রিটন. জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমুখ উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/এআই