Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

শ্রীমঙ্গলে করোনায় স্বর্ণব্যবসায়ীর মৃত্যু

এপ্রিল ১৮, ২০২১, ০৮:০৫ এএম


শ্রীমঙ্গলে করোনায় স্বর্ণব্যবসায়ীর মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিরঞ্জন বনিক (৭৭) নামের এক ব্যক্তি মারা গেছেন। 

তিনি শহরের সুরভী পাড়া আবাসিক এলাকার বাসিন্দা ও শহরের বিশিষ্ট স্বর্ণব্যবসায়ী "বনিক জুয়েলার্স" এর সত্ত্বাধিকারী ছিলেন।

শনিবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ব্যবসায়ী নিরঞ্জন বনিক সহ একই পরিবারের চারজন করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। 

তাঁর স্ত্রী, ছেলে ও ছেলের বৌ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন, বর্তমানে তিনজনই সুস্থ।

মৃত নিরঞ্জন বনিকের ছেলে শংকর বনিক জানায়, কিছুদিন আগে উনার পিতার করোনা টেস্ট করালে রেজাল্ট পজিটিভ আসে, পরবর্তীতে অবস্থার অবনতি হলে দ্রুত সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, কিছুদিন আগে নিরঞ্জন বনিক এর করোনা রিপোর্ট পজিটিভ আসলে তাকে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁকে চিকিৎসা দেয়া হচ্ছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

এবং তাঁর পরিবারের আরে তিনজন করোনায় আক্রান্ত। তাদেরকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে, এবং নিয়মিত তাদের খোঁজ নেয়া হচ্ছে। সকল স্বাস্থ্যবিধি মেনে থাকার কথা বলা হয়েছে।

আমারসংবাদ/এআই