Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

কেরানীগঞ্জে পুলিশ-হেফাজত সংঘর্ষ, আটক ১

কেরানীগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২১, ১০:১০ এএম


কেরানীগঞ্জে পুলিশ-হেফাজত সংঘর্ষ, আটক ১

ঢাকার কেরানীগঞ্জে পুলিশ হেফাজত সংঘর্ষে ৩ পুলিশ ও ১ পথচারীসহ ৪ জন আহত হয়েছে। 

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে জিনজিরা ইউনিয়নের মান্দাইল মাদ্রাসা ও তার আশেপাশে শতাধিক হেফাজত নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বেড় করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় হেফাজত কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে ৩ পুলিশ সদস্য ও ১জন পথচারীসহ ৪ জন আহত হয়। 

আহতরা হলো- এ এস আই বোরহান, এস আই নাজমুল পথচারী রাজিব এবং অপর পুলিশ সদস্যের নাম জানা যায়নি। এ সময় মামুন নামে এক হেফাজত কর্মীকে আটক করেছে পুলিশ। 

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মান্দাইম মসজিদ থেকে জোহর নামাজ শেষে মুসল্লীরা হেফাজতের পক্ষে একটি মিছিল বেড় করলে ধীরে ধীরে এটি বড় হতে থাকে। পরে শতাধিক লোক মিছল নিয়ে এগুতে চাইলে পুলিশ তাদের লাঠি চার্জ করে। মিছিলকারীরা সাধারণ মুসল্লী বলে জানিয়েছে এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির বলেন, হেফাজতের হামলার আশংকায় আগে থেকেই কেরানীগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো। আজ জোহরের নাম শেষে মান্দাইল মাদ্রাসা থেকে প্রায় দুই শতাধিক হেফাজত কর্মী মিছিল নিয়ে পুলিশের উপর হামলা করে। এতে ৩ পুলিশ সদস্যসহ ৪ জান আহত হয়। 

এ সময় পুলিশ ১ হেফাজত কর্মীকে আটক করতে সক্ষম হয়। বাকিদের চিহিৃত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।

আমারসংবাদ/কেএস