Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

কালুখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা আদায়

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২১, ১১:৫০ এএম


কালুখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা আদায়

রাজবাড়ীর কালুখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলার রতনদিয়া (অরুণগঞ্জ) বাজারের নিত্যপ্রয়োজনীয় ও ওষুধের দোকানে অভিযান চালানো হয়। 

অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় সরদার মেডিকেল হলকে ৫০০ টাকা, নিউ সেবা ফার্মেসিকে ৫০০ টাকা ও হোসেন মেডিকেল হল কে ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

এছাড়া সকল ব্যবসায়ীকে মানসম্মত দব্য ও মেয়াদউত্তীর্ণ পণ্যসামগ্রী বিক্রয় না করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম। 

এছাড়া রতনদিয়া বাজার বণিক সমিতির সভাপতি এমদাদুল হক দুদু, সাধারণ সম্পাদক রনজয় কুমার বসু উপস্থিত ছিলেন।

এসময় কালুখালী থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগীতা করেন। 

আমারসংবাদ/এআই