Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা 

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ

এপ্রিল ১৯, ২০২১, ১২:১০ পিএম


সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা 

সিরাজগঞ্জ সদর উপজেলা এলাকার শহর ও শহরের বাইরে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করায় কয়েকটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

সোমবার (১৯ এপ্রিল) শহরের এলিয়ট ব্রিজ, কাঠেরপুল ও খোকশাবাড়ি ইউনিয়ন এলাকায় সরকারি বিধি নিষেধ বাস্তবায়নের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্দেশনা লংঘনের দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকের সর্বমোট ২হাজার ৪শত টাকা অর্থদণ্ড দেয়া হয়। 

সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ আমার সংবাদকে বলেন, আমাদের মূল লক্ষ্য কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণ রোধে সবাইকে সরকারি বিধিনিষেধ মেনে চলানো। এখানে অর্থদণ্ডের পরিমানের চেয়ে সচেতনতা তৈরিটা বেশি জরুরি। এমন অভিযান সর্বদাই চালু থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।

আমারসংবাদ/কেএস