Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

বেলকুচিতে জাটকা ইলিশ সংরক্ষণে অভিযান, কারেন্ট জাল জব্দ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২১, ০১:০৫ পিএম


বেলকুচিতে জাটকা ইলিশ সংরক্ষণে অভিযান, কারেন্ট জাল জব্দ

‘কোন জাল ফেলবো না, জাটকা ইলিশ ধরবো না’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে জাটকা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

সোমবার (১৯ এপ্রিল) সকালে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে বেলকুচি উপজেলা টাস্কফোর্স কমিটি।

মোবাইল কোর্ট পরিচালনার সময় যমুনা নদীতে ফেলে রাখা ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, মৎস্য কর্মকর্তা শামীম রেজা, সহকারী মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক, সম্প্রসারণ কর্মকর্তা ইমামুল মুরসালিন প্রমূখ।

আমারসংবাদ/কেএস