Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 

এপ্রিল ১৯, ২০২১, ০২:০৫ পিএম


ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত

করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ মোকাবেলায় সরকার লকডাউন ঘোষণা করে বিভিন্ন নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে। 

সে নির্দেশনার সোমবার (১৯ এপ্রিল) ত্রিশাল সদর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত  রাগামারা বাজারে মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং লকডাউনের নির্দেশনা সঠিকভাবে প্রতিপালনে ত্রিশাল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন। 

এ সময় লকডাউন না মেনে দোকান খোলা রাখায় ৭ জন দোকানদারকে মোট ৭টি মামলায় ৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  

পাশাপাশি সাধারণ জনগণকে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করা হয়। 

এ সময় ত্রিশাল থানা পুলিশ এর একটি চৌকস টিম মোবাইল কোর্ট  পরিচালনায় সহায়তা প্রদান করেছেন। 

সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম সকলকে স্বাস্থ্যবিধি এবং লকডাউনের বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ জানান।  

আমারসংবাদ/কেএস