Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

মসজিদের অর্থ আত্মসাৎ মামালায় লাইসেন্স পরিদর্শক কারাগারে  

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২১, ০২:২৫ পিএম


মসজিদের অর্থ আত্মসাৎ মামালায় লাইসেন্স পরিদর্শক কারাগারে  

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কেন্দ্রীয় জামে মসজিদের অর্থ আত্মসাৎ মামলায় নাচোল পৌরসভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবিব (৪৭) এখন কারাগারে। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক ৩ মাসের সাজা প্রদান করেন সেই সাথে ৩ লাখ টাকা অর্থদণ্ড করেছেন। পুলিশ সোমবার (১৯ এপ্রিল) তাকে জেলহাজতে প্রেরণ করেছেন। 

নাচোল থানার ওসি (তদন্ত) আব্দুল ওয়াহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাচোল কেন্দ্রীয় জামে মসজিদের অর্থ আত্মসাৎ মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কিন্তু আহসান হাবিব আদালতে আত্মসমর্পণ না করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়। 

রোববার দিবাগত রাতে পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আজ সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করেন।

আমারসংবাদ/কেএস