Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৪০জন আহত

সুনামগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২১, ০৩:১০ পিএম


আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৪০জন আহত

সুনামগঞ্জের ছাতকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ৪০ জন আহত হয়েছে। 

সোমবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সাউদের গাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। 

সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- দৌলত খান, এলাছ খান, সোয়েব খান, গয়াছ আহমদ, রেনিয়া বেগম, মরম আলীসহ ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানায়, সাউদের গাঁও গ্রামের দৌলতখানের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের আফরোজ আলীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল।  দু’পক্ষের মাঝে একাধিক মামলা মোকদ্দমাও চলমান রয়েছে। সোমবার বিকালে গ্রামের বোরো ধান মাড়াইকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বাক বিত-ার জের ধরে উভয় পক্ষ লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এক পর্যায়ে গ্রামের মুরব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে গুরুতর আহত ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের স্থানীয়  কৈতক স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা দেয়া হয়েছে। 

জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামের দুটি পক্ষের মধ্যে পুর্ব বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আমারসংবাদ/কেএস