Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

কুষ্টিয়া জেলা পরিষদের নব নির্মিত ভবনের একটি অংশ ধ্বসে পড়েছে

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া 

এপ্রিল ২০, ২০২১, ০৭:৪৫ এএম


কুষ্টিয়া জেলা পরিষদের নব নির্মিত ভবনের একটি অংশ ধ্বসে পড়েছে

কুষ্টিয়া জেলা পরিষদের নব নির্মিত ভবনের দক্ষিণ পূর্ব কোনের বর্ধিত একটি অংশ ধ্বসে পড়েছে। সোমবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই ঠিকাদারের লোকজন নির্মানাধীন ভবনের প্রবেশ মুখে তালা লাগিয়ে ভিতরে অবস্থান নেয়। এতে ভবন নির্মাণের মান নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাৎক্ষণিক ভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জেলা পরিষদের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি এবং ঠিকাদারের লোকজন কথা বলতে রাজী হয়নি। 

অনুসন্ধানে জানা গেছে, গত ৪ এপ্রিল দুপুর সাড়ে ১২ টার দিকে নির্মাণাধীন ঐ ভবনের কাঠ ভেঙে একজন শিশু শ্রমিক নিহত হয়। নিহতের নাম আব্দুর রশিদ (১৬)। সে কুষ্টিয়া শহরতলীর গড়াই আবাসনের রহিদুলের পুত্র। "নেশন টেক" নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ হলেও সাব কন্টাক্টররা কাজ করায় একের পর এক অনিয়ম ও দুর্ঘটনা ঘটছে কিনা তদন্ত করে দেখা উচিত বলে মনে করছে সুধী মহল।

আমারসংবাদ/কেএস