Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

খাগড়াছড়িতে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি  

এপ্রিল ২০, ২০২১, ০৯:৪০ এএম


খাগড়াছড়িতে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯)। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সরকার ঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠির হত-দরিদ্র ও শ্রমজীবি লোকজন। কর্মহীন হয়ে পড়া লোকজন পড়েছে চরম খাদ্য সঙ্কটে। আর এ পরিস্থিতিতে সরকারী সহায়তার পাশাপাশি মানিবক সহায়তার অংশ হিসেবে পাহাড়ের গৃহবন্ধী হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলার ‘মানব ছায়া’ সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন জয়নাল।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরের দিকে পার্বত্য খাগড়াছড়ি জেলার ‘মানব ছায়া’ সেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে মাটিরাঙ্গা পৌরসভার ডাক্তার পাড়ায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটের মধ্যে রয়েছে ৫কেজি চাউল, ২কেজি আলু, ২কেজি পেয়াজ, ১কেজি তেল, ১কেজি লবন, ১কেজি চোলা, ৫০০গ্রাম রসুন, ৫০০গ্রাম চিনি দেওয়া হয়।

ত্রাণ বিতরণের সময় উপস্হিত ছিলেন, মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিল মো: শহিদুল ইসলাম সোহাগ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: মুজিবুর রহমান ভূইঁয়া, ‘মানব ছায়া’ সেচ্ছাসেবী সংগঠনের খাগড়াছড়ি জেলার  সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন জয়নাল, ‘মানব ছায়া’ সেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: আবু রাসেল সুমন, সংগঠনের সদস্য মো: খোরশেদ আলম প্রমূখ।

‘মানব ছায়া’ সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন জয়নাল বলেন, আমরা জেলার বিভিন্ন উপজেলার দূর্গম এলাকায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও সুরক্ষা-সামগ্রী বিতরণ করেছি। সামনে পবিত্র ঈদুল ফিতরে অসহায় পরিবারে মাঝে সেমাই, চিনি, চাউল, তেল, নারিকেলসহ ঈদ সামগ্রী বিতরণ করবো।  ‘মানব ছায়া’ সংগঠনের এই কার্যক্রম প্রতিটি উপজেলায় চলমান থাকবে।

আমারসংবাদ/কেএস