Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

লকডাউন উপক্ষো করেই বারণী মেলা

নেত্রকোনা প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২১, ১০:২৫ এএম


লকডাউন উপক্ষো করেই বারণী মেলা

করোনা মহামারীর কারণে সারাদেশব্যাপী দেয়া সর্বাত্মক লকডাউন উপেক্ষা করেই নেত্রকোনার মোহনগঞ্জে বসেছে বারনী মেলা। 

মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল থেকে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের নাকডরা গ্রামে এ মেলা বসে।

মেলার পুরনো স্থান হওয়ায় বিভিন্ন এলাকা থেকে রিকশা, ভ্যান ও হেঁটে মেলা স্থলের দিকে ছুটে যায় অসংখ্য মানুষ।

স্থানীয়রা জানান, উপজেলার নাকডরা গ্রামের বিল পাড়ে প্রতিবছরই  হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমী স্নান ও মেলা বসে। 

এতে পুণ্যার্থী ও মেলা দেখতে আসার মানুষের ঢল নামে। করোনা পরিস্থিতির কারণে গত বছর মেলা বসেনি। তবে এ বছর সর্বাত্মক লকডাউন থাকার পরও তা উপেক্ষা করেই শত শত মানুষ ভিড় জমায় মেলায়।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, ওখানে পূণ্য স্নান হয় জানি। তবে মেলার বিষয়টি জানা নেই। এখনি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।

লকডাউনে মেলা চলার বিষয়টি অবগত নন বলে জানান ইউএনও আরিফুজ্জামানও। তিনি বলেন, মেলা বন্ধ করতে এখনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

আমারসংবাদ/কেএস