Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ধামইরহাটে ১হাজার কৃষক পেল বিনামূল্যে সার ও বীজ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

এপ্রিল ২০, ২০২১, ১০:৪৫ এএম


ধামইরহাটে ১হাজার কৃষক পেল বিনামূল্যে সার ও বীজ

নওগাঁর ধামইরহাটে ২০২০-২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১হাজার জন কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও আউশ ধান বীজ বিতরণ করা হয়।  

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রতিজন কৃষককে ৫ কেজি করে আউশ ধানবীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. শাপলা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো.আলেফ উদ্দিন, উপসহকারি কৃষি কর্মকর্তারা প্রমূখ।

আমারসংবাদ/কেএস