Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

বাঁশখালী কান্ড: বরিশাল নগরীতে আজও বিক্ষোভ মিছিল-সমাবেশ

বরিশাল প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২১, ১২:০৫ পিএম


বাঁশখালী কান্ড: বরিশাল নগরীতে আজও বিক্ষোভ মিছিল-সমাবেশ

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে শ্রমিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। 

মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনটির বরিশাল জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী ও জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট একে আজাদ, নৃপেন্দ্র নাথ বাড়ৈ, অধ্যক্ষ মিজানুর রহমান, প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যান্যরা। 

এ সময় বক্তারা শ্রমিক হত্যার বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আজীবনের ভরণপোষণ এবং লকডাউনে শ্রমজীবী মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি এস. আলম গ্রুপের চেয়ারম্যান আলমগীরসহ হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান বক্তারা।

আমারসংবাদ/কেএস