Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

প্রতিবেশীর ঘরের আগুন নিভাতে গিয়ে নিজের ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২১, ০১:৪০ পিএম


প্রতিবেশীর ঘরের আগুন নিভাতে গিয়ে নিজের ঘর পুড়ে ছাই

রাজবাড়ী পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ব্রহ্মপুর গ্রামে পৃথক পৃথক দুই গৃহস্তর মোট ১৮টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, ততক্ষণে সব পুড়ে সর্বস্বান্ত হয়ে গেছে দুটি পরিবার।

সোমবার (১৯ এপ্রিল) বিকেল ৫ টায় এ ঘটনা ঘটে। তবে দুইটি বাড়িতেই রান্নার কাজে ব্যবহার করা আগুন থেকে আগুন লেগেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মঙ্গলবার বিকেল পাঁচটার সময় প্রথমে আজের আলী মন্ডলের বাড়িতে আগুন লাগে। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে আসেন পাশের বাড়ির মোঃ ইউসুফ মন্ডলের পরিবারের সদস্যগণ তার কিছুক্ষণ পরে এলাকাবাসী দেখতে পান ইউসুফ মন্ডলের বাড়িতে ধাও ধাও করে আগুন জ্বলছে।

প্রখর রোদ এবং বৈশাখের খরায় পানি সংকটের কারণে আগুন নেভানো সম্ভব হয়নি ফলে সব পুড়ে ছারখার  হয়ে গিয়েছে। এ সময় পরিবারের সদস্যরা বলেন, নগদ অর্থ, পিঁয়াজ, চালডাল, কাপড়চোপড় ও প্রয়োজনীয় কাগজপত্র সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ছেলে সন্তান নিয়ে খোলা আকাশের নিচে দিনযাপন করছেন দুই পরিবারের সদস্যরা।

যে সমস্ত সদস্যদের ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে তারা হলেন। আজের আলী মন্ডল, মোঃ মজনু মন্ডল, মোঃ সাহেব আলী মন্ডল। অপরদিকে মোঃ ইউসুফ মন্ডল, মোঃ খবির মন্ডল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রাজ্জাক মন্ডল, মোঃ রেজাই মন্ডল, মোছাঃ মনোয়ারা বেগম।

আমারসংবাদ/কেএস