Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

গাজীপুরে শ্রমিক পাঠালেন গুরুদাসপুর উপজেলা প্রশাসন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২১, ০১:৫০ পিএম


গাজীপুরে শ্রমিক পাঠালেন গুরুদাসপুর উপজেলা প্রশাসন

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে গুরুদাসপুর উপজেলা চত্বরে প্রশিক্ষিত কৃষি শ্রমিকদের প্রত্যায়ন পত্র দিয়ে গাজীপুরে পাঠানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত করেছেন গুরুদাসপুর উপজেলা প্রশাসন।

সারাদেশে হাওয়ার অঞ্চলের কৃষকদের কথা ভেবে হাওয়র অঞ্চলগুলোতে কৃষি শ্রমিক পাঠানোর পদক্ষেপ নিয়েছে গুরুদাসপুর উপজেলা প্রশাসন। 

কৃষি শ্রমিকদের জন্য শুকনা খাবার সহ, সাবান, মাস্ক, গামছা, খাবার স্যালাইন ইত্যাদি সামগ্রী কৃষি শ্রমিকদের মাঝে উপহার দেন। সেই সঙ্গে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন এবং দলনেতা গঠন করে দেন।

অসুস্থ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। এছাড়াও সাবান দিয়ে বার বার হাত দোয়া ও সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে কাজ করার নির্দেশনাও দেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকতা মো. তমাল হোসেন আমার সংবাদকে বলেন, হাওয়র অঞ্চলের কথা ভেবে উপজেলা প্রশাসন কৃষি শ্রমিক বিভিন্ন জেলার পাঠানোর সিদ্ধান্ত নেন। 

মঙ্গলবার গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার গাগুটিয়া ইউনিয়নে এক দল কৃষি শ্রমিক পাঠানো হচ্ছে। উপজেলা প্রসাশনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ, সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম প্রমুখ।

আমারসংবাদ/এআই