Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

করোনা মেকাবেলায় সম্মিলিতভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে: খুলনা জেলা প্রশাসক

দাকোপ (খুলনা) প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২১, ০২:৪০ পিএম


করোনা মেকাবেলায় সম্মিলিতভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে: খুলনা জেলা প্রশাসক

করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার তার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষকে ঘরে রাখতে কর্মহীন দরীদ্র পরিবারের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। রাজনীতিবিদ জনপ্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তা এবং এনজিওদের সম্মিলিতভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে খুলনার দাকোপে উপজেলা পরিষদ মাঠে করোনায় কর্মহীন বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে মানবিক সহায়তা হিসাবে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ কথা বলেন। 

দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে ৩ শ’ পরিবারের মাঝে চাল, ডাল, মরিচ, মিষ্টি কুমড়া, আলু, ঢেড়শ ও লবন বিতরণ করা হয়। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন খুলনা ডাঃ নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক শিক্ষা মোঃ সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এল এ মারুফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার খুলনা মোঃ মামুনুর অর রশিদ, সহকারী কমিশনার ভূমি মোঃ মর্তুজা খান, দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, ওসি তদন্ত স্বপন কুমার, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, নির্বাহী প্রকৌশলী ননী গোপাল, প্রমূখ। 

বিতরণের শুরুতে জেলা প্রশাসক চালনা পৌরসভার খলিষা এলাকায় শাররীক প্রতিবন্দি অসুস্থ বয়োবৃন্দ এমন কয়েকজন সুবিধা ভোগীর বাড়িতে গিয়ে তাদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন।

আমারসংবাদ/কেএস