Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

ঝিনাইদহে লকডাউন কার্যকরে হিমশিম খাচ্ছে পুলিশ

কে এম সালেহ, ঝিনাইদহ

এপ্রিল ২০, ২০২১, ০৩:০০ পিএম


ঝিনাইদহে লকডাউন কার্যকরে হিমশিম খাচ্ছে পুলিশ

ঝিনাইদহে ৭ দিনের সর্বাত্মক লকডাউন কার্যকরে হিমশিম খাচ্ছে পুলিশ ও প্রশাসন। এরমধ্যে লকডাউন বৃদ্ধি পেল আরও ৭দিন। সকাল থেকে সড়ক মহাসড়কে বেড়েছে মানুষের চলাচল। মোটরসাইকেল, ইজিবাইক ও রিক্সাযোগে চলাচল করছে নানা শ্রেণী পেশার মানুষ। 

ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড় ছাড়া শহরের অন্য পয়েন্টে তেমন কার্যকরি হচ্ছেনা লকডাউন। শহরের ট-বাজার, ওয়াপদা বাজার, চাকলা পাড়া, মর্ডান মোড়, আরাপপুর কাচা বাজার, সন্ধ্যা ৬টা এমনকি রাত ৮ পর্যন্ত খোলা থাকে। শুধু কাপড় কসমেটিকস, সেন্ডেল জুতার দোকান গুল বন্ধ আছে। জেলার অন্যান উপজেলারও একই অবস্থা। 

ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা পশুর হাট, শৈলকুপার ভাটই বাজার, হরিণাকুণ্ডুর ভবানিপুর বাজারসহ অন্যান্য পশুহাট গুলোতে কোনো লকডাউন নেই, নেই কোনো স্বাস্থ্যবিধি।  

হরিণাকুণ্ডু উপজেলার সোনাতনপুর পুলিশ ক্যাম্পের পাশের বাজারে মানা হচ্ছে না লকডাউন বা কোন স্থাস্থ্য বিধি এমনকি মানুষের মুখে কোন মাস্ক নেই।   

পুলিশ বলছে, মানবিক পুলিশের আচরণে লকডাউন বাস্তবায়ন করা সম্ভব নয়।

সকাল থেকে প্রয়োজন ব্যাতিত চলাচল রোধে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের নির্দেশে হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লাসহ অন্যান্য কর্মকর্তারা মোটরসাইকেল আরোহী থেকে শুরু করে সব ধরনের যানবাহনের যাত্রীদের যাচাই বাচাই করছে। 

এদিকে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা দিনভর হ্যান্ড মাইক হাতে মাঠে থাকলেও শহরের বাইরে তা কার্যকর হচ্ছে না। অনেক ক্ষেত্রে স্থানীয় পুলিশ ক্যাম্প গুলোর রয়েছে নড়বড়ে অবস্থা। 

এ ব্যাপারে হরিণাকুণ্ডুর সোনাতনপুরের ক্যাম্প ইনচার্জ দিপঙ্কর মালাকর বলেন, রাতে ডিউটি করেছি একটু বিশ্রাম নিচ্ছি, তাছাড়া মানবিক পুলিশে সরকারের দেয়া লকডাউন বাস্তবায়ন করা সম্ভাব নয়।

সড়ক মহাসড়কে কিছুটা নিয়ন্ত্রন করা গেলেও হাটবাজারে নেই লকাডাউনের চিহ্ন। 

সামাজিক দুরুত্ব না মেনে মাস্ক পরিধান না করেই কেনা বেচা করছে ক্রেতা-বিক্রেতারা, মসজিদে নামাজ, ইফতার পাটি, বিবাহ সবই চলছে স্বাস্থ্য বিধি ছাড়াই। স্থানীয় দোকানপাট বেলা ৩টা পর্যন্ত খোলা রাখার নিয়ম থাকলেও চলছে তা সন্ধ্যার পর পর্যন্ত।

আমারসংবাদ/এআই