Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

নান্দাইলে ভূট্টা চাষের বাম্পার ফলনের সম্ভাবনা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

এপ্রিল ২৬, ২০২১, ০৭:৩০ এএম


 নান্দাইলে ভূট্টা চাষের বাম্পার ফলনের সম্ভাবনা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরাঞ্চল সহ বিস্তীর্ণ এলাকায় এবার ভূট্টা চাষের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বৈরী আবহাওয়া না থাকায় সারি সারি আবাদকৃত ভূট্টা ক্ষেত সবুজ বর্ণে মাথা গজিয়ে উঠছে ভূট্টা গাছ। 

ভূট্টার প্রতি গাছে গাছে ১ থেকে ২টি করে মুকুল (কলা) দেখা যাচ্ছে। এতে করে ভূট্টা চাষিদের মুখে ফুটছে রঙ্গিন হাসি। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৯০ হেক্টর জমিতে ভূট্টার আবাদ করা হয়েছে। 

গত বছরের আগের বছর ২১৫ হেক্টর জমিতে আবাদ হয়েছিল এবং এতে কৃষকরা লাভবান হয়। যার ফলে ভূট্টার আবাদ বেড়েছে। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার মুশুল্লী, আচারগাঁও, সিংরইল ও চন্ডিপাশা ইউনিয়নে ভুট্টার আবাদ বেশী লক্ষ্য করা গেছে। 

কৃষকরা যেসমস্ত জমিতে বোরো আবাদ করতে পারেনি সেমস্ত জমিতে ভূট্টা আবাদ করেছে। প্রতি বিঘা জমিতে ভূট্টা আবাদে খরচ পড়ে গড়ে ২ হাজার টাকা। 
উৎপাদন হয় প্রায় ২৫-৩০ মণ ভূট্টা। খরচ বাদে লাভ থাকে ৫ থেকে ৭ হাজার টাকা। 

মুশুল্লী ইউনিয়নের কৃষক রফিকুলাম ইসলাম জানান, ভূট্টা বীজ সংগ্রহ করতে অনেক সময় চাষিদের বেগ পেতে হয়। 

তবে বীজ সংগ্রহের ব্যাপারে কৃষি অফিসারেরা আমাদের সহযোগীতা করেন। উনাদের সহযোগীতায় ভালো বীজ ও ভূট্টা ক্ষেতে কীটনাশক সরবরাহ করেছি। আশা করি ভালো ফলন পাব। 

কৃষক আসাদুল ইসলাম আসাদ জানান, ধান বা অন্য ফসল চাষাবাদ করলে যে খরচ হয় তার চেয়ে ভূট্টা চাষে খরচ কম হওয়ায় আমরা এই মৌসুমে বেশী ভূট্টা চাষ করেছি। 

নান্দাইল উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, কৃষকরা আগ্রহ ও উৎসাহী হওয়ায় চলতি মৌসুমে ২৯০ হেক্টর জমিতে এবার ভূট্টা চাষ করা হয়েছে। 

আমরা চাষিদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে বীজ সরবরাহ করে থাকি। উপজেলার শতাধিক কৃষককে কোহিনূর জাতের ভূট্টার বীজ দেয়া হয়েছে। বর্তমানে মাঠ পর্যায়ে অন্যান্য বীজের চেয়ে কোহিনূরের ভালো ফলন দেখা যাচ্ছে। এতে করে নান্দাইলে চলতি বছর ভূট্টার বাম্পার ফলন হবে বলে আশা করছি।  

আমারসংবাদ/এআই