Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

ত্রিশালে সেমাই ফ্যাক্টরিতে  অভিযান

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 

এপ্রিল ২৯, ২০২১, ০৩:২০ পিএম


ত্রিশালে সেমাই ফ্যাক্টরিতে  অভিযান

ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ৩নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় সাইমা সেমাই ফ্যাক্টরিতে ত্রিশাল  উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সাইমা সেমাই ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও প্যাকেটজাত করার চিত্র পরিলক্ষিত হয়।

ফ্যাক্টরিতে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বা গ্লাভস পরিধান করেননি। সেমাইয়ের খামির উন্মুক্তভাবে রাখা ছিল এবং তাতে ময়লা ও পোকা দেখা যায়। সেমাই উৎপাদনে ব্যবহৃত ডালডা নোংরা অবস্থায় মেঝেতে পরে ছিল এবং তাতে ময়লা জমে ছিল। কারখানার ভিতর ও তার আশেপাশের পরিবেশ নোংরা ছিল যা খাদ্যদ্রব্য উৎপাদনের জন্য সহায়ক না ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

এ সকল দিক বিবেচনা নিয়ে ভ্রাম্যমাণ আদালত ক্রেতাদের অর্থহানী ও স্বাস্থ্যহানী রোধকল্পে সেমাই ফ্যাক্টরির ম্যানেজারকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ৪০ হাজার  টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ অতি দ্রুত কারখানায় উপযুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে বলে ভ্রাম্যমান আদালতকে জানান।

র‍্যাব-১৪  ময়মনসিংহের একটি চৌকস টিম মোবাইল কোর্টে সহায়তা প্রদান করে।

সহকারি কমিশনার ভূমি তরিকুল ইসলাম জানান, জনস্বার্থে ও জনস্বাস্থ্য সুরক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

আমারসংবাদ/কেএস