Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ধামইরহাটে কীটনাশক ছিটাতে গিয়ে কৃষকের মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

মে ৩, ২০২১, ১১:২০ এএম


ধামইরহাটে কীটনাশক ছিটাতে গিয়ে কৃষকের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে বোরো ধানে কীটনাশক ওষুধ প্রয়োগ করতে গিয়ে বিষক্রিয়ায় আনোয়ার হোসেন বাদশা (৩৫) নামের এক যুবক মারা গেছেন। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

রোববার (২ মে) উপজেলার আড়ানগন ইউনিয়নের অন্তর্গত বাসিন্দাপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য মরহুম তমিজ উদ্দীনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত রোববার দুপুরে বাড়ির পাশে তার ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে যান আনোয়ার হোসেন বাদশা। সেখান থেকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এলাকাবাসী। 

পরে সন্ধায় তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান পরিবারের সদস্যরা। পরের দিন সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। পরে ওইদিন দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

কীটনাশক ছিটানোর সময়ে নাক, মুখে কাপড় কিংবা মাস্ক পরিধান না করার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানান নিহতের স্বজনরা।

আমারসংবাদ/এআই