Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

টাঙ্গাইলে ৬ বালু উত্তোলনকারী আটক, ৩ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

মে ৩, ২০২১, ০১:১৫ পিএম


টাঙ্গাইলে ৬ বালু উত্তোলনকারী আটক, ৩ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রম্যমাণ আদালতে ৬ জনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ মে) বেলা ১১ টায় র‌্যাব-১২ এর ৩-নং ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার ভোর রাতে র‌্যাব সদস্যরা ঘাটাইলের জামুর্কী এলাকায় অভিযান চালায়। 

এসময় সরকারি খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী কদমতলী গ্রামের মো. আলমগীর হোসেন, চাঁনতারা গ্রামের মো. আলাউদ্দিন, হরিপুর গ্রামের মনিরুজ্জামান মিন্টু, ঘাটাইল পশ্চিমপাড়া গ্রামের মো. সোহেল রানা ও মো. আলম হোসেন, বীর ঘাটাইল নিশিকান্ত গ্রামের উজ্জল চৌধুরীকে আটক করা হয়।

পরে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমারের ভ্রাম্যমাণ আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারায় ৬ জনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

আমারসংবাদ/এআই