Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

১৪৪ ধারা অমান্য করে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

আব্দুল মালেক,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:    

মে ৫, ২০২১, ০৬:৫০ এএম


 ১৪৪ ধারা অমান্য করে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

আদালতের আদেশনামা ১৪৪ ধারা আইন অমান্য করে প্রতিপক্ষগণ রাতের আধারে পুকুরের পানিতে বিষ দিয়ে মাছ মেরে মধ্যযুগীয় কায়দায় জমি ও পুকুর দখলে নিতে চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। রংপুর জেলার কোতয়ালী থানার মমিনপুর ইউনিয়নের জানপুর গ্রামের মৃত জফার আলীর ছেলে আব্দুল কুদ্দুস এ অভিযোগ করেছে।

সরেজমিন গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, একই এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে প্রভাবশালী সফিকুল ইসলাম (২৮)। তাকে কেউ বলে দাঙ্গাবাজ আবার কেউ বলে মামলাবাজ। 

জমি জায়গা বিরধে পূর্ব শত্রুতার জেরধরে গত মঙ্গলবার একই এলাকার মৃত জফার আলীর ছেলে নিরহ এক কৃষক আব্দুল কুদ্দুসের ৮শতক জমিতে থাকা পুকুরের পানিতে বিষ দিয়ে মাছ মেরে ফেলে আনুমানিক লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি করে জোরপূর্ব দখলের চেষ্টা করেছে সফিকুল। 

অভিযোগকারী ভূক্তভুগী নিরীহ আব্দুল কুদ্দুস জানান, আমার পরিবারের সদস্যদের মারপিটের হুমকি দিয়ে আমার ৮শতক জমিতে থাকা পুকুরের পানিতে বিষ দিয়ে মাছ মেরে ফেলে। আনুমানিক লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি করে জোরপূর্ব  দখলের চেষ্টা করেছে সফিকুল ইসলাম (২৮) গণরা।

অভিযুক্ত প্রভাবশালী সফিকুল ইসলাম দম্ভের শহিদ বলেন, মানুষ যদি মরে তা মাছ মরবে না, বিষ আমরা দেই নাই।

ওই এলাকার ইউপি সদস্য সিরাজুল ইসলাম সিরাজ বলেন, মাছ মারার অভিযোগ পেয়েছি; দু-এক দিনের মধ্যে বসে আপস মিমাংসা করা হবে।

ইউনিয়নের চেয়ারম্যান কল্পনা বেগম বলেন, বিষ দিয়ে মাছ মারার অভিযোগ পেয়েছি। বিষয়টা ওয়ার্ড মেম্বারকে মিমাংসার দায়িত্ব দেয়া হয়েছে। তবে অভিযোগকারী নিরীহ হলেও প্রভাবশালী সফিকুল ইসলাম এরা বিচার শালিস কিছু মানে না। 

এ ঘটনায় ওই এলাকার সুধিসমাজের লোকজন তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সরেজমিন তদন্ত পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 

আমারসংবাদ/এমএস